বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বাগেরহাট সদর উপজেলা কমিটি গঠন
- আপডেট সময় : ০৮:১১:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
- / ৬৮
বাগেরহাট প্রতিনিধি:
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বাগেরহাট সদর উপজেলা কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল খারদ্বারস্থ সংস্থার কার্যালয়ে জেলা শাখার সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা শাখার সহ-সাধারন সম্পাদক এস এম রাজ, কোষাধ্যাক্ষ সৈয়দা তৈফুনাহার, নির্বাহী সদস্য এ্যাডভেকেট আব্দুল্লাহ আল মামুন, সংস্থার পৌর শাখার সভাপতি কল্লোল সরকার।
এ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালনকে সভাপতি ও অধ্যক্ষ মো. শুকুর আলীকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ঠ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বাগেরহাট সদর উপজেলা শাখা গঠন করা হয়। এসময় নবগঠিত কমিটির সহ-সাধারন সম্পাদক সুরাইয়া আক্তার, ইমরুল কবির রোমেল, দপ্তর সম্পাদক আলভিনা মেহেজাবিন, মহিলা বিষয়ক সম্পাদক হায়াতুনেছা মুন্নিসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।