মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:২৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
- / ৭১
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৩৪ নং জিলবুনিয়া কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত দিনব্যাপী পিঠা উৎসবের উদ্ধোধন করেন মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান। মধ্য বসন্তের মিষ্টি-মধুর পরিবেশে পিঠাপুলির স্বাদ নিতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে এ উৎসবে আসা দর্শনার্থীদের ঢল নামে। উৎসবকে ঘিরে ক্যাম্পাসে ছিল নানা আয়োজন। বাহারি পিঠা নিয়ে বিদ্যালয়ের শতশত শিক্ষার্থীরা সাজিয়েছে তাদের সু-সজ্জিত ষ্টল। যেখানে ছিল অর্ধশত প্রকারের বাহারি পিঠা। যা দর্শনার্থীদের মন কাঁড়ে। ছিল কোমল মতি শিশুদের নাচ গানসহ বিনোদনের সব ব্যবস্থা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম হাওলাদার ও হোগলাপাশা ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মনিরুল ইসলাম।