ঠাকুরগাঁওয়ে মানসম্মত শিক্ষা সেমিনার অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- / ৫৮
ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে কো-কারিকুলামের অংশ হিসেবে ওয়ার্ড মাস্টার ক্যাম্পেইনের লক্ষ্যে কোয়ালিটি এডুকেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উন্নয়ন সংস্থা “গুড নেইবারস্ বাংলাদেশ” পীরগঞ্জ সিডিপির আয়োজনে উপজেলা অডিটরিয়ামে কোয়ালিটি এডুকেশন সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লা, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জহরুল ইসলাম, পীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলী, গুড নেইবারস্ হেড অব নর্দান এরিয়া পিটার তুহিন বৈরাগী, গুড নেইবারস্ পীরগঞ্জ সিডিপির ম্যানেজার পলাশ রনি মন্ডল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, সূর্য্যপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার রায় সহ আরো অনেক।
এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইংরেজি শিক্ষক, সাংবাদিক, অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।