চুয়াডাঙ্গা আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৩০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- / ৫৭
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে পবিত্র রমজান উপলক্ষ্যে প্রস্তুতি সভা আনুষ্টিত হয়েছে। রবিবার, ১২ইং মার্চ বেলা ১০টার সময় অনুষ্টিত প্রস্ততি সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন।
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রোধে প্রতিনিয়ত বাজার মনিটরিং সেল গঠন, বিভিন্ন শপিংমল, ব্যাংক, এটিএম বুথ, স্বর্ণের দোকান সমূহের পর্যাপ্ত আইন-শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করণ, সড়কের শৃঙ্খলা, ফুটপাত হকারমুক্ত ও দখলমুক্ত ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়। উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।