বিন্দুবাসিনী কলেজের নবীনবরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ০৯:০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ৫৯
আমির হোসেন, ঝালকাঠি:
ঝালকাঠির বাউকাঠি বিন্দুবাসিনী বিএম কারিগরি কলেজের নবীনবরন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১১ মার্চ দিনব্যাপী জমজমাট নানা আয়োজনে ভার্চুয়াল্লী প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি ২ আসনের সাংসদ বর্ষিয়ান রাজনৈতিক নেতা আমির হোসেন আমু।
সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনীর, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, প্যানেল মেয়র তরুন কর্মকর্তা, মজিবুল হক আকন্দ,শুক্কুর মোল্লা, আলিউর রহমান হিরু, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, ইয়াসিন মৃধা, আলহাজ্ব সোহরাব হোসেন, তসিলম মৃধা, জাহাঙ্গীর হোসেন ও আব্দুর রাজ্জাক সিকদার প্রমুখ। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।