ছিনতাইকারীকে টাকা দিতে অস্বীকার করায় চোরাই তেল ব্যবসায়ী খুন
- আপডেট সময় : ০২:১৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
- / ৬৮
নারায়ণগঞ্জ প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাশেদ(২৫)নামে এক চোরাই তেল ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৭ নভেম্বর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। রাশেদ ভোলা জেলার লালমহন উপজেলার ধলীগৌর নগর এলাকার আলাউদ্দিনের ছেলে।
জানা গেছে, গোলাকান্দাইল ইউনিয়নের আধুরীয়া স্ট্যান্ডের পাশেই চোরাই তেলের ব্যবসা করতেন। সোমবার গভীর রাতে একদল ছিনতাইকারী তার দোকানে এসে টাকা চাইলে দিতে অস্বীকার করায় ছিনতাইকারীরা রাশেদকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ডিকেএমসি হাসপাতালে নিয়ে যায় পরে তাকে ঢাকা কলেজ মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ভূলতা ফাঁড়ির এসআই মিজানুর রহমান বলছেন কিছুই জানেন না। বিষয়টি গোপন রাখার চেষ্টার করছেন বলে অভিযোগ অনেকের। রূপগঞ্জ থানার ডিউটি অফিসার বলছেন এসআই মিজানুর রহমান তিনজনকে সন্দেহজনকভাবে ধরে এনেছেন। তবে ভূলতা ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলছেন ঘটনাটি সঠিক কিন্তু ছিনতাইকারীর ছুরিকাঘাতে না। ঘটনাটি পারিবারিক ঘটনা। তাদের মধ্যে টাকা-পয়সার লেনদেন ছিলো,তা নিয়েই ঘটনারসূত্রপাত। এক তেল ব্যবসায়ী কামাল জানান, তারা সবাই ছিনতাইকারী। তারা সবসময় ছিনতাই করে টাকা-পয়সা লুটে নেয়। না দিতে চাইলে মারধর করে। রাত ১০টার পর থেকেই তাদের আনাগোনা বেশি দেখা যায়। আমরা বিদেশী মানুষ তারা কারা তাদেরকে চিনি না। এদিকে স্থানীয়রা জানান, পুলিশের সামনেই ভূলতা হইতে গোলাকান্দাইল পর্যন্ত রাতভর থাকে ছিনতাইকার।