রূপগঞ্জে এশিয়ান হাইওয়েতে দীর্ঘ যানজট
- আপডেট সময় : ০৭:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
- / ৫৭
মোঃ নুর আলম,রূপগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ৭ মার্চ সকাল ১০ টা থেকে মহাসড়কটির সংস্কার কাজ চলার কারণে উভয় দিকে দীর্ঘ ১২ কিলোমিটার সড়কে যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে রয়েছে বিভিন্ন যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন চট্টগ্রাম বন্দর থেকে উত্তরাঞ্চলগামী বিভিন্ন পণ্যবাহী পরিবহন, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনের চালকও যাত্রী সাধারণ।
সরেজমিন ঘুরে জানা যায়,এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কটি চার লেন বিশিষ্ট সড়কে উন্নীত করার জন্য বিভিন্ন স্থানে সড়কের একপাশ বন্ধ করে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এর ফলে এশিয়ান হাইওয়ে সড়কের রূপগঞ্জের গোলাকান্দাইল থেকে জিন্দা এলাকা পর্যন্ত উভয় পাশে প্রায় ১২কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
ময়মনসিংহ থেকে চট্টগ্রাম বন্দরগামী মালবাহী কাভার্ড ভ্যান চালক আসলাম মিয়া বলেন, সকাল দশটা থেকে যানজটে আছি এখন পর্যন্ত ভুলতা গাউছিয়া পার হতে পারিনি। জানি না কতক্ষণ পর এ যানজট থেকে রেহাই পাবো। এমনকি কখন মালামাল নিয়ে গন্তব্যে পৌঁছাবো সেটাও বুঝতে পারছি না।
এই সড়কে নিয়মিত যাতায়াত করা যাত্রীবাহি বাস চালক জুবায়ের হোসেন বলেন, এই সড়কে যানজটে থাকা আমাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
জিয়াউর রহমান নামে বাস যাত্রী বলেন, অসুস্থ মাকে নিয়ে চিকিৎসার জন্যে ঢাকার হাসপাতালে যাওয়ার জন্যে রওয়ানা দিয়েছি। সকাল দশটা থেকে যানজটে পরে আছি। এখোনো কাঞ্চন ব্রিজ পার হতে পারিনি। কখন হাসপাতালে পৌঁছতে পারবো জানিনা।
ভুলতা হাইওয়ে পুলিশের উপ পুলিশ পরিদর্শক মজিবুর রহমান বলেন, রোডস এন্ড হাইওয়ে কতৃপক্ষ রাস্তার মেরামতের কাজ করার কারণে এ যানজটের সৃষ্ট হয়েছে। আমরা এক পাশ আটকিয়ে আরেক পাশ ছাড়ছি। এভাবে সমতার মাধ্যমে যানজট নিরশনে কাজ করছি