ঢাকায় যুবদলের প্রতিবাদ সমাবেশে না.গঞ্জ যুবদলের শো-ডাউন
- আপডেট সময় : ০৯:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- / ৭৩
নিজস্ব প্রতিনিধি:-
ঢাকায় জাতীয়তাবাদী যুবদলের প্রতিবাদ সমাবেশে হাজারো নেতাকর্মী নিয়ে বিশাল শো-ডাউন করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল। রোববার (৬ নভেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় যুবদল ঘোষিত কর্মসূচীতে এ শো-ডাউন করে নেতাকর্মীরা। এতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মী অংশ নেয়। এর আগে দুপুরের মধ্যে ঢাকায় জড়ো হন নারায়ণগঞ্জ যুবদলের নেতাকর্মীরা। পরে তারা সেখান থেকে স্লোগানে স্লোগানে সজীবের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশে যোগ দেন। তাদের স্লোগানে ছিল মামলা প্রত্যাহারের দাবি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি সহ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ নানা দাবি।