তারাকান্দায় পুলিশের অভিযানে ১২ আসামী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:১৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / ৬৫
মান্নান সরকার, তারাকান্দা:
ময়মনসিংহের তারাকান্দায় অভিযান চালিয়ে জি আর পরোয়ানাভুক্ত ১১ জন ও নিয়মিত মামলার ১ জনসহ ১২ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে তারাকান্দা থানা পুলিশ।
শনিবার দিনগত রাতে উপজেলার বালিখাঁ ইউনিয়নের পূর্ব পাগুলী(লেপসিয়া) গ্রাম থেকে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৪ জন ও তারাকান্দা ইউনিয়নের পিঠাসুতা গ্রাম থেকে ৭ জন এবং নিয়মিত মামলার ১ জনকে গ্রেপ্তার করা হয়। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের’র দিক নির্দেশনায় এস.আই মালেকের নেতৃত্বে ও এস.আই রায়হান,এস.আই মামুন, এ.এস আই রুবেল,এ.এস.আই তানভীরসহ পুলিশের একটি চৌকস টিম তাদেরকে গ্রেপ্তার করেন।
গ্রেফতারকৃত আসামি বালিখাঁ ইউনিয়নের লেপসিয়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে (১) সরোয়ার হোসেন (২৬), নুরুল আমিন সরকারের ছেলে (২)মাহাবুল মিয়া(২৬) মৃত ইসলাম উদ্দিনের ছেলে(৩) দুলাল মিয়া (৩৩)(৪) কাউসার মিয়া, পিঠাসুতা গ্রামের মোঃ রুবেল মিয়ার ছেলে(৫)মনির হোসেন, মৃত আঃ উবঢ়বহফরহম ছেলে(৬)মোঃ রফিকুল ইসলাম,(৭) মোঃ আবু তাহের, (৮) নজরুল ইসলাম (৯)মোঃ বাবুল মিয়া (১০)রুবেল মিয়া,খোকন মিয়ার স্ত্রী (১১) মোছাঃ শেফালী বেগম এবং কামারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের ফজল হকের ছেলে আনারুল ওরফে (১২)আরব আলী (২৫)। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান,পরোয়ানাভুক্ত মুলে ১১ জন এবং নিয়মিত মামলার ১ জনসহ ১২ জন আসামিকে গ্রেপ্তার করে রবিবারে আদালতে সোপর্দ করা হয়েছে।