রমজান মাসে সরকারকে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে : সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী
- আপডেট সময় : ০৫:৫৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
- / ৬০
মমিনুল ইসলাম, মতলব:
বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন,সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী মাইজভান্ডারী বলেছেন, নবী (দ:) আগমনে আমরা খুশি। এজন্য আমরা নবী (দ:)র আগমনের দিনে জশনে জুলুশ করি। কারন দয়াল নবী সৃষ্টি না হলে কুল কায়েনাত সৃষ্টি হতো না।
তিনি বলেন, দেশকে ভালবাসা ঈমানের অঙ্গ।যারা দেশকে ভালবাসে না,তাঁরা দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করে। মাইজভান্ডার দরবার শরীফ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি।এ দরবারে মুক্তিযুদ্ধের নয় মাস লাল সবুজের পতাকা উড্ডীন ছিল।
তিনি আরও বলেন, রমজান মাসে যাতে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে থাকে সে জন্য সরকার কে সতর্ক থাকতে হবে।এ ব্যাপারে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
৩ মার্চ শুক্রবার রাতে চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শানে রেসালাত মহাসম্মেলন প্রধান মেহমান হিসেবে বক্তব্যে তিনি যুব সমাজ কে মাদক,সন্ত্রাস, যৌতুক, দূর্নীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান।
শানে রেসালাত মহাসম্মেলন উদযাপন কমিটির সভাপতি মোবারক হোসেন মুফতীর সভাপতিত্বে এবং মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি মাহবুবুর রহমান সেলিম।
প্রধান আলোচক ছিলেন কুমিল্লার ঘিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা মুফতি বাকী বিল্লাহ আল আযহারী, বিশেষ আলোচক ছিলেন চট্রগ্রামের গোমদন্ডী দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন পীরজাদা আহমদুল হক মাইজভান্ডারী, আলহাজ্ব মাওঃ রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, মাওঃ ইসমাইল হোসেন সিরাজী, মুফতি মাকসুদুর রহমান, মাওঃ আব্দুর রহমান আশেকী, মাওঃ মিজানুর রহমান, মাওলানা মমিনুল হক, মাওঃ আব্দুস সামাদ, মাওঃ মিজানুর রহমান প্রমুখ।