তারাকান্দায় আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ১০:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ৬৫
তারাকান্দা (ময়মনসিংহ) সংবাদদাতা:
ময়মনসিংহের তারাকান্দায় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে আজ বৃহস্পতিবার অস্থায়ী প্রেসক্লাবে ঝুাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নয়ন।
তারাকান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানব জমিন পত্রিকার তারাকান্দা প্রতিনিধি রফিক বিশ্বাস, ভোরের কাগজ তারাকান্দা প্রতিনিধি সাগর তালুকদার ও সাংবাদিক শামিম হোসাইন, শাকিল আহমেদ লিখনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমূখ।
প্রধান অতিথি আমার সংবাদ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। তিনি বক্তব্যে বলেন সাংবাদিকবৃন্দরা হলো সমাজের দর্পন। তাদের লিখনির মাধ্যমে সমাজের অবহেলিত অনেক কিছু উঠে আসে ও উন্নয়নে ভূমিকা রয়েছে। এ সময় প্রধান অতিথি তারাকান্দা প্রেসক্লাবের সভাপতি (সিনিয়র সাংবাদিক) এম.এ কাশেম সরকারের সুস্থতা কামনা করেন।