১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
শিরোনাম:
প্রাইভেটকারের ভিতর মিললো ৪৯ কেজি গাঁজা, গ্রেফতার ২
রিপোর্টার
- আপডেট সময় : ১১:৫৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / ৭৭
প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ৪৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩। শনিবার (৫ নভেম্বর) দুপুরে র্যাব-৩’র সহকারী পুলিশ সুপার ফারজানা হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে সোনারগাঁয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন, দুটি সীমকার্ড এবং ৮০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন মোঃ মামুন মোল্যা (৩০) ও মো. সোহাগ আহমেদ (২৫)। র্যাব জানায়, গ্রেফতাররা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে নারায়ণগঞ্জ এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।