সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যানের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে মেম্বারদের বিক্ষোভ
- আপডেট সময় : ০৭:৫৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
- / ৬৩
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর উদ্দিন আহমদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছেন ইউপি সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
আজ বিকালে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইরগাও বাজারে নরসিংপুর ইউনিয়নবাসীর ব্যানারে ইউনিয়নের চাইরগাঁও বাজারে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদের সদস্য ধন মিয়া, ইশ্রাঈল আলী, ফয়েজ উদ্দিন, সাজ্জাদুর রহমান, নুরুল আমিন, আফরুজা খানম ও স্থানীয় সচেতন সমাজের ব্যক্তিরা।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্নভাবে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন। ভিজিডি, ভিজিএফসহ বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ ও নিয়মিত পরিষদের সভা করেন না, এমনকি সদস্যদের সম্মানী ভাতা দেন না তিনি। গত অর্থবছর থেকে আজ পর্যন্ত পরিষদের ট্যাক্স, জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, হোল্ডিং কর ইত্যাদি থেকে আদায় করা অর্থর আয় ব্যায়র হিসাব ইউপি সদস্যদের জানানো হয়নি, এমনকি সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি।
বক্তারা অভিযোগ করে আরও বলেন, তিনি চলমান বিভিন্ন প্রকল্পের কোনো প্রকার সভা না করে প্রকল্প তৈরি করে পিআইও অফিসে জমা দেন। এডিবির প্রকল্পের বিষয়ে পরিষদের কাউকে কিছুই জানানো হয়নি। হোল্ডিং ট্যাক্স আদায়ের বিষয়ে পরিষদে আলোচনা না করে ট্যাক্স আদায় শুরু করেছেন ইউপি সদস্যদের সমালোচনার মুখে কয়েকজন ইউপি সদস্য ও কিছু কর্মীকে আদায়ের দায়িত্ব দেন। কিন্তু ট্যাক্স আদায়ের কতটি বই তৈরি করেছেন তা সদস্যদের জানানো হয়নি। সরকারি সকল ধরনের অনুদান বিতরণে ব্যাপক অনিয়ম করেন বলেন অভিযোগ করেন বক্তারা। চেয়ারম্যান নিজ ইচ্ছামতে ইউনিয়ন পরিষদ পরিচালনা করছেন বলে ইউপি সদস্যদের দাবি।