১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
শিরোনাম:
হকার কবি আজিজুল রহমান আজাদ তার নিজ লিখা বই যাত্রীদের মাঝে বিক্রি করেন
রিপোর্টার
- আপডেট সময় : ১২:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
- / ৭১
মোঃ আব্দুস সালাম গাজীপুর:
আশুলীয়া থেকে বাইপাইল এই রাস্তায় প্রতিদিন শত শত যানবাহন এবং হাজার হাজার মানুষ যাতায়াত করে । সরজমিনে প্রতি দিন পরিলক্ষিত হয় যে, মাথায় সাদা পাগরি,পরনে সাদা পাঞ্জাবি ও পায়জামা, চোখে সোনালী কালার চসমা, মুখে এক মুঠো দাড়ি, হাতে কয়েকটি বই,কাঁদে একটি ব্যাগ নিয়ে হকার কবি আজিজুল রহমান আজাদ। লোকাল বাসে উঠে প্রতি দিন সকাল থেকে রাত ১১ পর্যন্ত যাতীদের মনজগ দৃষ্টি আকর্ষণ করে ছন্দ কবিতা শুনান এই ভাবে, কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ।
হকার কবি আজিজুল রহমান আজাদ তার নিজ লিখা বই যাতীদের মাঝে বিক্রি করেন। সেই টাকা দিয়ে তার পরিবার ও একটি মাদ্রাসা পরিচালনা করেন। তিনি আশুলিয়ায় জামগড়া এলাকায় বসবাস করেন ।