গাছের সাথে এ কেমন শত্রুতা, গাছ কেটে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ
- আপডেট সময় : ০৯:০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬০
মতলব উত্তর ব্যুরো:
পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন প্রজাতির কাঠগাছ কেটে ফেলে শত্রুতার প্রতিশোধ নিয়েছে দুবৃত্তরা। কাঠ বাগানের ৪বছর বয়সি ৫শ’ গাছ কেটে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। মতলব উত্তর উপজেলায় গজরা ইউনিয়নের খাগকান্দা গ্রামের ২১ ফেব্রুযারি রাতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ, ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, মতলব উত্তর উপজেলার খাগকান্দা এলাকার মোখলেছুর রহমান জনি সরকারের জমির কাঠের বাগানের গাছ রাতের আঁধারে কেটে ফেলে।
মোখলেছুর রহমান জনি সরকার বলেন, খাগকান্দা গ্রামের মৃত. আ. গফুর সরকারের ছেলে আবুল কাশেম, মৃত. কামাল সরকারের ছেলে নূরে আলম, আবুল কাশেমের ছেলে আল-আমিন প্রকাশ নাইম, মৃত. কামাল সরকারের ছেলে সাদ্দাম হোসেন’সহ ১০-১২জন রাতের আঁধারে আমার বাগানের ৫শ’ বিভিন্ন প্রজাতির কাঠ গাছ কেটে ফেলে। এতে আমার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
তিনি আরো বলেন, অভিযুক্তরা আমাদের পুকুরের মাছ অজ্ঞাতনামা জেলেদের নিয়ে রাতের আঁদারে ধরে নিয়ে যায়। মাছ ধরার সময় হাতেনাতে ধরা পরার পর তাদের গ্রাম্য শালিশে জরিমানা করা হয়। এ নিয়ে তাদের সাথে বিরোধ হয়। এ বিরোধের জেরে তারা আমার বাগানের কাঠ গাছ কেটেক্ষতিসাধন করে।
এ ব্যাপারে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে সবার অগোচরে দুর্বৃত্তরা কাজটি করায়, তাদের চিহ্নিত করাবেশ কষ্টসাধ্য। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।