মোরেলগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:২৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ৫৫
এনায়েত করিম রাজিব,বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমীরুল আলম মিলন বলেছেন, পুষ্টি গুনে সমৃদ্ধ উন্নত-শান্তিপূর্ণ দেশগড়তে গবাদি পশু পালনের বিকল্প নাই। তৃনমুলের পশু পালনকারীরা প্রানী সম্পদ অফিসের পরামর্শে পশু পালন করলে সুন্দরবন উপকন্ঠের এ উপজেলা হবে গবাদি পশুর অভায় অরন্য। সকাল ১১ টায় (২৬ ফেব্রুয়ারী)”স্মাট লাইভস্টক, স্মাট বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রদর্শনীতে এমপি আরো বলেন,দেশ উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ঐক্যবদ্ধভাবে ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার আহবান জানান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই- আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক,জেলা আওয়ামী লীগ নেত্রী আফরোজা আকতার লিনা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।
উপজেলা প্রাণীসম্পদ দপ্তর, ভেটেরিনারি হাসপাতাল ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রদর্শনীতে মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত)কৃষিবিদ মো.জাহিদুল রহমান।