সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী অপহরণ, চক্রের ২ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০১:২৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
- / ৭১
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারী দ্বারা প্রিন্টিংয়ের কাজ দেওয়ার কথা বলে এক ব্যবসায়ীকে ডেকে এনে অপহরণ করে মুক্তিপণ দাবি ও মারধরের ঘটনায় অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিবাগত রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদি থানায় মামলা (নং-৯) দায়ের করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন মো. ছালাম সিকদারের ছেলে শরিফুল ইসলাম সোহাগ (৩০), সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী এলাকার মৃত চান মিয়ার ছেলে মনির হোসেন ওরফে চান্দু মনির। অপহরণকারী চক্রটির আরো কয়েকজন পলাতক রয়েছে। তারা হলো- মুক্তা (২৬), রাজু (৩০), মাহবুব ওরফে জাফর (৩৫), নাদিম (৩৩), নিশাদ (৩২) ও সজল (২৭)।
মামলা সূত্রে জানা যায়, মাহাজাব উদ্দিন আদেল নামক একজন প্রিন্টিং ব্যবসায়ীকে প্রিন্টিং এর কাজ দেয়ার কথা বলে মুক্তা তার ফোন থেকে কল দিয়ে কিছু প্রিন্টের কাজ আছে বলে দেখা করতে বলেন। অপহৃত ব্যক্তি মুক্তাকে তার অফিসে আসতে বললে উত্তরে নারী বলেন আমি মহিলা মানুষ যাওয়াটা কষ্টকর। আমার কারখানা মৌচাক এলাকায় আপনি ঐখানে আসলে ভালো হয়। অতঃপর মাহাজাব আদেল মৌচাক পৌছালে উক্ত নারী তাকে মৌচাক মাদ্রাসা রোডের নিজাম উদ্দিনের পাঁচ তলার একটি রুমে নিয়ে যায়। সেখানে মাহাজাব কোনো মেশিন পত্রের বদলে ১০-১১ জন লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন। এক পর্যায়ে ভুক্তভোগীর চোখমুখ বেঁধে তাকে মারধর শুরু করে তারা।
মারধরের কারণ জিজ্ঞেস করলে ভুক্তভোগীর কাছে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে অপহরণকারী চক্র। মারধরের কষ্ট সহ্য করতে না পেরে মাহাজাব তার মোবাইল নাম্বার থেকে তার স্ত্রী ঝরনা আক্তার নদীর ফোন নাম্বারে কল দিয়ে টাকা পাঠাতে বলে। তার স্ত্রীর টাকা পাঠাতে দেরি হওয়ায় ভুক্তভোগী তার বন্ধুদের নিকট টাকার জন্য ফোন দিলে তার বন্ধু মোস্তফা ১৫ হাজার টাকা, মাসুদ ৫০ হাজার এবং রাকিব ৪০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৫ হাজার টাকা অপহরণকারীদের পাঠায় এবং ভুক্তভোগীর নিকট নগদ ১৭ হাজার টাকাসহ ১ লাখ ২২ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। বাকি টাকা জোগাড় করতে না পেরে নিরুপায় হয়ে ভুক্তভোগীর স্ত্রী পুলিশকে বিষয়টি জানালে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথম আসামিকে আটক করলে তার দেওয়া তথ্যমতে বাকিদের নাম ঠিকানা বের করে পুলিশ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় দুজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের রিমান্ড চাওয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।