গাজীপুরে শহীদ মিনার উদ্বোধন
- আপডেট সময় : ০৮:২৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ৭৩
এম এ আজিজ:
গাজীপুরের উলুখোলা এলাকায় ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমীতে শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। শহীদ মিনার উদ্ধোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এউপলক্ষে ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকী এমপি, প্রতিষ্ঠানের কমান্ড্যান্ট ক্যাপ্টেন জাকি আহাদ বক্তব্য রাখেন।
এসময় নৌ পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব খালেদা আক্তারসহ একাডেমীর উর্ধ্বতন কর্মকর্তা,ক্যাডেট ও আওয়ামীলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী একাডেমী প্রাঙ্গনে গিয়ে পৌঁছলে একাডেমীর শিক্ষার্থীরা গার্ড অব অনার প্রদান করে। প্রতিমন্ত্রী একাডেমী প্রাঙ্গনে একটি গাছ রোপন করেন।