সিদ্ধিরগঞ্জে ওর্য়াড বিএনপির নেতা রাকিবুলের নেতৃত্বে জেলা বিএনপির পদযাত্রায় যোগদান
- আপডেট সময় : ০৮:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ৫৮
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতা-কর্মীদেও মুক্তি, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা দাবি আদায়ের ল্েয বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের নেতৃত্বে মিছিল নিয়ে নেতাকর্মীদের যোগদান ।
শনিবার, ২৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় শহরের খানপুর হাসপাতাল রোড থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। পদযাত্রাটি খানপুর থেকে শুরু করে চাষাড়া চত্বরে ঘুরে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোড়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সামনে গিয়ে সমাপ্ত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হারুন মাস্টার, মোহাম্মদ সেলিম, শাহিন প্রধান, নুরুল আমিন দেওয়ান, মোহাম্মদ জামাল হোসেন, মাইনুদ্দিন, হাবিবুর রহমান, রাজু আহাম্মেদ, আমজাদ হোসেন, অপু, ছাত্রদল নেতা ইমতিয়াজ, জিসান, রহিম, তামিম দেওয়ান, হারিস ও মুন্না প্রমূখ।
নারায়ণগঞ্জ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদেও সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান।