নলছিটিতে প্রাণী সম্পদ মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৩২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬৩
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে ও প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় একদিন ব্যাপী প্রাণী সম্পদ মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৫ ফেব্রুয়ারী) উপজেলার চায়না মাঠে অনুষ্ঠিত প্রদর্শনীর উদ্ভোদন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের উপসচিব মাজহারুল ইসলাম।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদ’র সভাপতিত্বে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন মাষ্টার মফিজুর রহমান, মেহেন্দিগঞ্জ উপজেলার সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী তালুকদার, ভেটোরিনারি সার্জন ডাঃ মোঃ আহসান উল্লাহ মানিক, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ ফারজানা মল্লিক প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানীজ সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাফিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন প্রভাষক ও সাংবাদিক মো. আমির হোসেন। প্রদর্শনীতে মোট ৫০ টি ষ্টলে উপজেলার বিভিন্ন খামারীরা অংশ নন। বিকেলে স্টল পরিদর্শন শেষে প্রদর্শনীতে অংশ নেওয়া নানা ইভেন্টে শ্রেষ্ঠ খামারিদের পুরস্কৃত করা হয়।