০৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

লালমনিরহাটে অবশেষে অপহৃত দুই জেএমবি সদস্যের খোঁজ মিলেছে

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৬০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আশরাফুল হক, লালমনিরহাট:

অবশেষে লালমনিরহাটে জঙ্গি মামলা থেকে কারামুক্ত হয়ে জেল গেট থেকে অপহৃত হওয়া দুই জেএমবি সদস্যের খোঁজ মিলেছে। গত শুক্রবার (২৪ শে ফেব্রুয়ারী) দিবাগত রাতে পরিবারের লোকজন ঢাকা থেকে তাদেরকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন।
অপহৃত জামাল উদ্দিনের ভাই আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার রাতে ফোন করে এক ব্যক্তি জানান, জামাল ও মেহেদী ঢাকায় আছে। তাদেরকে নিয়ে যান। পরে তাদের কথামত দু’জনকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসি। তবে তারা কোথায় ছিলেন, কারা তাদের অপহরণ করেছে, এ বিষয়ে কিছুই জানাননি তারা।
এর আগে গত বুধবার জেলগেট থেকে অপহৃত হন জামাল উদ্দিন ও মেহেদী ওরফে মেহেদী হাসান। তাদের কোনো খোঁজ না মেলায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়।
পুলিশ ও মামলার নথিসূত্রে জানা গেছে, গত রোববার পৃথক তিন মামলার রায়ে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান জেএমবির দুই সদস্য রাকিবুল ইসলাম ও নাহিদ হোসেনকে যাবত-জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি এসব মামলার চার আসামি হাসানুল বান্না, জামাল উদ্দিন, নাহিদ হাসান ও মেহেদী হাসানকে বেকসুর খালাস দেন আদালত। ওই চারজনের মধ্যে জামাল ও মেহেদী জেলা কারাগারে ছিলেন। বাকি দুজনের মধ্যে একজন পলাতক ও একজন জামিনে মুক্ত ছিলেন।
পরিবার অভিযোগ করেছে, সব আইনি প্রক্রিয়া শেষে গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জামাল ও মেহেদী কারাগার থেকে ছাড়া পান। তবে জেলগেট থেকে বের হতেই পাশে দাঁড়িয়ে থাকা কালো গ্লাসের একটি সাদা মাইক্রোবাস আট-নয়জনের মাস্কধারী দল ওই দুজনকে জোর করে উঠিয়ে নিয়ে যায়।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

লালমনিরহাটে অবশেষে অপহৃত দুই জেএমবি সদস্যের খোঁজ মিলেছে

আপডেট সময় : ০৬:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আশরাফুল হক, লালমনিরহাট:

অবশেষে লালমনিরহাটে জঙ্গি মামলা থেকে কারামুক্ত হয়ে জেল গেট থেকে অপহৃত হওয়া দুই জেএমবি সদস্যের খোঁজ মিলেছে। গত শুক্রবার (২৪ শে ফেব্রুয়ারী) দিবাগত রাতে পরিবারের লোকজন ঢাকা থেকে তাদেরকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন।
অপহৃত জামাল উদ্দিনের ভাই আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার রাতে ফোন করে এক ব্যক্তি জানান, জামাল ও মেহেদী ঢাকায় আছে। তাদেরকে নিয়ে যান। পরে তাদের কথামত দু’জনকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসি। তবে তারা কোথায় ছিলেন, কারা তাদের অপহরণ করেছে, এ বিষয়ে কিছুই জানাননি তারা।
এর আগে গত বুধবার জেলগেট থেকে অপহৃত হন জামাল উদ্দিন ও মেহেদী ওরফে মেহেদী হাসান। তাদের কোনো খোঁজ না মেলায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়।
পুলিশ ও মামলার নথিসূত্রে জানা গেছে, গত রোববার পৃথক তিন মামলার রায়ে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান জেএমবির দুই সদস্য রাকিবুল ইসলাম ও নাহিদ হোসেনকে যাবত-জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি এসব মামলার চার আসামি হাসানুল বান্না, জামাল উদ্দিন, নাহিদ হাসান ও মেহেদী হাসানকে বেকসুর খালাস দেন আদালত। ওই চারজনের মধ্যে জামাল ও মেহেদী জেলা কারাগারে ছিলেন। বাকি দুজনের মধ্যে একজন পলাতক ও একজন জামিনে মুক্ত ছিলেন।
পরিবার অভিযোগ করেছে, সব আইনি প্রক্রিয়া শেষে গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জামাল ও মেহেদী কারাগার থেকে ছাড়া পান। তবে জেলগেট থেকে বের হতেই পাশে দাঁড়িয়ে থাকা কালো গ্লাসের একটি সাদা মাইক্রোবাস আট-নয়জনের মাস্কধারী দল ওই দুজনকে জোর করে উঠিয়ে নিয়ে যায়।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন