সিদ্ধিরগঞ্জে মাতৃভাষা দিবস উপলক্ষে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬৯
প্রতিদিনের নিউজ:
সিদ্ধিরগঞ্জে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা সৈনিক প্রয়াত একেএম সামসুজ্জোহা ও নাগিনা জোহা স্বরণে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মঙ্গলবার দুপুরে মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে নাসিক ২নং ওয়ার্ড শামিম ওসমান সমর্থক গোষ্ঠির উদ্যোগে এ স্বরসভা ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়।
নাসিক ২নং ওয়ার্ড শামিম ওসমান সমর্থক গোষ্ঠির সভাপতি আবু বকর সিদ্দিক আবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ হাসান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. ইয়াসিন মিয়া, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান ও সিদ্ধিরগঞ্জ থানা আদমজীনগর আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বেপারী।
অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মো. ফজলুল হক, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সহ-সম্পাদক আলহাজ্ব সুমন কাজী, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব হুমায়ন কবির, হাজী ফিরোজ শাহী, আব্দুল হাকীম শাহ্, রহমত উল্লাহ, নারায়ণগঞ্জ কৃষকলীগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, নাসিক ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, নাসিক ২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো. ফয়েজ মজুমদার, জালাল উদ্দিন প্রধান, বাসেদ, আসলাম, সেলিম, মো. কামরুল ইসলাম, ইয়াসিন আরাফাত রাসেল, আমিনুল ইসলাম, ইসমাঈল হোসেন, আবু সাঈদ, রোকন, মনির হোসেন, ইঞ্জি.রাকিব, হৃদয় চৌধুরী, সোহাগ, সবুজ, বিপ্লব, মিশাল, হৃদয়, রাসেল, সাইদুর, ও বিল্লাল হোসেন প্রমূখ।