বিএনপি জামায়াত অপশক্তি ক্ষমতায় আসলে মানুষ পুড়িয়ে মারবে : ওমর ফারুক
- আপডেট সময় : ০৯:৩০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
- / ৭০
মাহফূজুল করিম,বান্দরবান:
লামায় ফাইতং ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে অমর ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা হয়। ২১শে ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে ফাইতং উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
ফাইতং ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল্লাহ মিন্টুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাইতং ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও ইউপি পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক।
তিনি বলেন, বাংলা ভাষার দাবিতে অংশ নিয়ে পুলিশি নির্যাতনের পর গ্রেফতার হন। ২১শে ফেব্রুয়ারি তিনি কারাগারে থাকলেও তারই সার্বিক পরামর্শে সেই ভাষার দাবিতেই শহিদ হয়েছিলেন রফিক, সালাম, বরকত, জব্বার। আমরা তাদের স্বরণ করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি।
তিনি আরও বলেন, বিএনপি জামায়াত অপশক্তি যখনই ক্ষমতায় আসে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার রাজনীতি করে। ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ৯৬সালের আগে পার্বত্য এলাকায় যোগাযোগব্যবস্থা ছিল খুবই খারাপ।পার্বত্য মন্ত্রীর নেতৃত্বে পাল্টে গেছে আমাদের শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগব্যবস্থা।আমরা এখন ডিজিটাল দেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ করছি।তাই আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগ তথা পার্বত্যমন্ত্রীকে পূন:রায় নির্বাচিত করে উন্নয়ন অব্যাহত রাখতে নেতাকর্মীদেরকে মাঠে কাজ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন,মাহামুদুর রহমান শুক্কুর, পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ, আইন বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মো. সোজা আকবর, কৃষকলীগ সভাপতি মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর), যুবলীগ সভাপতি বাবু থোয়াইং সানু মার্মা, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন জয়, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুবেল, ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইলুল করিম, মহিলা আওয়ামীলীগ সভাপতি শাহেদা ইয়াসমিন শাহেদা, যুব মহিলা আওয়ামিলীগ সভাপতি রেজিয়া বেগম এবং অঙ্গসংগঠন এর নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবী সহ নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।