কয়রায় হায়াতুননেছা মাদরাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
- আপডেট সময় : ১২:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
- / ৫৬
মোক্তার হোসেন:
দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদরাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি পালনের জন্য সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সভাপতি ইসমাইল হোসেন বাবলু। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সুপার আজহারুল ইসলাম,সহ সুপার আব্দুল খালেক, অনুষ্ঠানে মাতৃভাষার তাৎপর্য নিয়ে আলোচনা রাখেন শিক্ষকবৃন্দরা। অনুষ্ঠানের এক পর্যায়ে সভাপতি মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন।
বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সুপার আজহারুল ইসলাম,সহকারী শিক্ষক মাওলানা আঃ সালাম। সহকারী সুপার খালেক, মাওঃ আব্দুল হক, মোক্তার হোসেন, ইংরেজি শিক্ষক মনিজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিক্ষক আব্দুস সালাম, শফিকুল ইসলাম, সাজ্জাদুল হক, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, নূরুল হক, সাবিনা ইয়াসমিন, মাকসুদুর রহমান, অনুষ্ঠান শেষে শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন আই, সিটি শিক্ষক আব্দুর রউফ।