সাইনবোর্ডে বাংলাদেশ নবজাত হাসপাতালে আধুনিক এনআইসিও ইউনিট উদ্বোধন
- আপডেট সময় : ১০:১৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ৭১
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ নবজাত হাসপাতালে এনআইসিও-৩, নেগেটিভ পজেটিভ প্রেসার ইউনিট এবং অসহায় শিশুদের বিনামূল্যে চিকিৎসার জন্য প্রফেসর ডা. অখিল মহেশ্বরী সোনামনি কর্ণার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারী) রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা¯’ অত্র হসপিটালে এসব ইউনিট উদ্বোধন করা হয়।
বাংলাদেশ নবজাত হাসপাতালের এসোসিয়েট প্রফেসর ডা. মজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন, ফাউন্ডার প্রেসিডেন্ট অব গ্লোবাল নিউবর্ণ সোসাইটি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইসমত আরা, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি নারগিছ আফরোজ, বাংলাদেশ নবজাত হাসপাতালের চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর মাহমুদা সুলতানা আসমা, চীফ কনসালটেন্ট ডা. নাজমুল হোসেন, চীফ কনসালটেন্ট পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট ডা. তানিয়া ইসলাম ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রাজ্জাক বেপারী সহ প্রমূখ।
এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শণ শেষে সন্তোষ প্রকাশ করে এ হাসপাতালের উন্নয়নে যে কোন সহযোগিতা করার আশ্বাস প্রধান করে এ মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।