মোরেলগঞ্জে স্কুল শিক্ষক নিখোঁজ
- আপডেট সময় : ০৯:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ৭১
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক মহিদুল ইসলাম (৩৫) ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মহিদুল ইসলাম ১৩৬ নং গাজীরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও গাজীরঘাট গ্রামের সেকান্দার আলীর ছেলে।
মহিদুল ইসলাম গত বৃহস্পতিবার বেলা ৯ টার পর থেকে বাগেরহাটের সরুই এলাকা থেকে নিখোঁজ হয়েছেন।
এ বিষয়ে মহিদুলের স্ত্রী মৌসুমি খানম বলেন, বাগেরহাট আদালতে চলমান একটি মালার কজে গত ১৬ ফেব্রুয়ারী বাগেরহাট আদালতে যান। এর পর থেকে তিনি নিখোজ রয়েছেন।
এ ঘটনায় গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বাগেরহাট সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন মহিদুলের স্ত্রী মৌসুমি খানম । এর একদিন পরে (১৭ ফেব্রুয়ারী) র্যাব-৬ এ মহিদুলকে উদ্ধারের জন্য আবেদন করেছেন তার ছোট ভাই গাজীরঘাটের ওয়ার্ড মেম্বর ওহিদুল ইসলাম।
এ বিষয়ে ১৩৬ নং গাজীরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাদিরা বেগম বলেন, ১৫ ফেব্রুয়ারী মহিদুল ইসলাম ছুটি চেয়ে বিদ্যালয় থেকে চলে গেছেন। এর পর থেকে বিদ্যালয়ের সাথে তার কোন যোগাযোগ নেই। বাগেরহাট সদর থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, জিডি মূলে তদন্ত চলছে। এখনো ওই শিক্ষকের কোন সন্ধান পাওয়া যায়নি।