বাগমারায় প্রমিলা প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬৬
আলমগীর হোসেন বাগমারা:
রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয় মাঠে রবিবার বিকেল ৪ ঘটিকার সময় খেলাটির উদ্বোধন করেন, জনাব কছিমুদ্দিন সরদার হাটগাঙ্গোপাড়া শাপলা ক্লাবের উদ্যোগে প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্টের খেলাটি অনুষ্ঠিত হয়েছে। খেলায় যে দুটি দল অংশ গ্রহন করেন তারা হলেন, সিলেট মহিলা জেলা দল ও খুলনা মহিলা জেলা দল।
খেলাটির আয়োজন করেন হাটগাঙ্গোপাড়া শাপলা ক্লাব। খেলাটি পরিচালনা কমিটির সভাপতি ছিলেন, আঃ রাজ্জাক ও সাধারণ সম্পাদক প্রভাষক আনোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার জান মোহাম্মদ,শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আঃ হাকিম প্রামানিক, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু, গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সদস্য জনাব তাজউদ্দিন।হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের, এস আই মজিদ, সেকেন্দার আলী, আব্দুল মাজেদ, ডি এসবি রবিউল ইসলাম, এ এসআই জিল্লুর রহমান, ও ফরহাদ হোসেন।
হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সভাপতি আবু বকর সরকার ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম, প্রভাষক আব্দুল জলিল প্রাং, সাজু আহমেদ প্রভাষক বেলাল হোসেন, ইপি সদস্য রফিকুল ইসলাম, শাহিন আলম, তারেক, শামিম, মিলন, রাজু সহ প্রমূখ।খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন, রফিকুল ইসলাম মীর এবং ধারা বিবরনীতে ছিলেন প্রভাষক নজরুল ইসলাম মির ও মাস্টার সিরাজুল ইসলাম,শামসুল আলম। খেলায় খুলনা জেলা দল ট্রাই প্রকারে ৪-৩ গোলে সিলেট জেলা দলকে পরাজিত করে ।