১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

বাবার ইচ্ছা পূরণে নববধূ আনলেন হেলিকপ্টারে

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৬৩

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এম এ আজিজ:

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৩নং ওয়ার্ড উত্তর খাইলকুর (বটতলা) এলাকায় নববধূ এসেছে হেলিকপ্টারে চড়ে। বর ডা. ইফতেখার আহমেদ নিরব বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়িয়ে নব বিবাহিতা বধূকে নিজের বাড়িতে নিয়ে এসেছেন। বুধবার (১৫ফেব্রুয়ারী) বিকালে বর নিজের বাসা উত্তরখাইলকুর ৩৩নং ওয়ার্ড (বটতলা) হতে হেলিকপ্টারে চড়ে কনের বাসা থেকে কনেকে নিয়ে নিজের বাসায় আসেন, এ সময় বর ও হেলিকপ্টার দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমায়।
ড.ইফতেখার আহমেদ নিরব কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের চিকিৎসক, কনে ডা.মিম আক্তার ও পেশায় একজন চিকিৎসক, তিনি গাজীপুর শহরের হাজীবাগ এলাকার বাসিন্দা ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে কর্মরত আছেন।
বর ডা.ইফতেখার আহমেদ নিরবের চাচা হাজী মো: শাহজাহান মিয়া জানান, ২০২০ সালে আমার ভাই টঙ্গী পাইলট স্কুলের শিক্ষক হাজী আজিজুর রহমান মাস্টার মারা যায়, মৃত্যুর আগে তার ইচ্ছে ছিল হেলিকপ্টারে চড়ে তার ছেলেকে বিয়ে করাবে।তার ইচ্ছা পূরণের জন্যই আজকে এই আয়োজন। গাজীপুর শহরের হাজীবাগ এলাকার ডা.মিম আক্তারের সাথে ডা.ইফতেখার আহমেদ নিরবের বিয়ে ঠিক হয়। বুধবার ছিল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বাবার শেষ ইচ্ছা পূরণ করতেই বর ডা.ইফতেখার আহমেদ নিরব বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত ২ ঘন্টার জন্য বিসিএল এভিয়েশনের একটি হেলিকপ্টার এক লাখ ত্রিশ হাজার টাকায় ভাড়া করেন।
তিনি কয়েকজন আত্মীয়-স্বজন নিয়ে বাড়ি থেকে হেলিকপ্টারে চড়ে ৭-৮ কিলোমিটার দূরে শহীদ বরকত স্টেডিয়ামে অবতরণ করলে কনে পক্ষের লোকজন তাদেরকে অভ্যর্থনা জানান।
জিএমপি সদর থানার এসআই মোশারফ হোসেন জানান, স্টেডিয়ামে হেলিকপ্টার নামার পর বরপক্ষের ব্যক্তিগত গাড়িতে চড়ে কনের বাসায় যান, পরে বিকেল সাড়ে পাঁচটায় হেলিকপ্টারে চড়ে ওই স্টেডিয়াম থেকে বরের বাসায় উদ্দেশ্যে রওয়ানা দেন।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

বাবার ইচ্ছা পূরণে নববধূ আনলেন হেলিকপ্টারে

আপডেট সময় : ০৫:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এম এ আজিজ:

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৩নং ওয়ার্ড উত্তর খাইলকুর (বটতলা) এলাকায় নববধূ এসেছে হেলিকপ্টারে চড়ে। বর ডা. ইফতেখার আহমেদ নিরব বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়িয়ে নব বিবাহিতা বধূকে নিজের বাড়িতে নিয়ে এসেছেন। বুধবার (১৫ফেব্রুয়ারী) বিকালে বর নিজের বাসা উত্তরখাইলকুর ৩৩নং ওয়ার্ড (বটতলা) হতে হেলিকপ্টারে চড়ে কনের বাসা থেকে কনেকে নিয়ে নিজের বাসায় আসেন, এ সময় বর ও হেলিকপ্টার দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমায়।
ড.ইফতেখার আহমেদ নিরব কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের চিকিৎসক, কনে ডা.মিম আক্তার ও পেশায় একজন চিকিৎসক, তিনি গাজীপুর শহরের হাজীবাগ এলাকার বাসিন্দা ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে কর্মরত আছেন।
বর ডা.ইফতেখার আহমেদ নিরবের চাচা হাজী মো: শাহজাহান মিয়া জানান, ২০২০ সালে আমার ভাই টঙ্গী পাইলট স্কুলের শিক্ষক হাজী আজিজুর রহমান মাস্টার মারা যায়, মৃত্যুর আগে তার ইচ্ছে ছিল হেলিকপ্টারে চড়ে তার ছেলেকে বিয়ে করাবে।তার ইচ্ছা পূরণের জন্যই আজকে এই আয়োজন। গাজীপুর শহরের হাজীবাগ এলাকার ডা.মিম আক্তারের সাথে ডা.ইফতেখার আহমেদ নিরবের বিয়ে ঠিক হয়। বুধবার ছিল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বাবার শেষ ইচ্ছা পূরণ করতেই বর ডা.ইফতেখার আহমেদ নিরব বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত ২ ঘন্টার জন্য বিসিএল এভিয়েশনের একটি হেলিকপ্টার এক লাখ ত্রিশ হাজার টাকায় ভাড়া করেন।
তিনি কয়েকজন আত্মীয়-স্বজন নিয়ে বাড়ি থেকে হেলিকপ্টারে চড়ে ৭-৮ কিলোমিটার দূরে শহীদ বরকত স্টেডিয়ামে অবতরণ করলে কনে পক্ষের লোকজন তাদেরকে অভ্যর্থনা জানান।
জিএমপি সদর থানার এসআই মোশারফ হোসেন জানান, স্টেডিয়ামে হেলিকপ্টার নামার পর বরপক্ষের ব্যক্তিগত গাড়িতে চড়ে কনের বাসায় যান, পরে বিকেল সাড়ে পাঁচটায় হেলিকপ্টারে চড়ে ওই স্টেডিয়াম থেকে বরের বাসায় উদ্দেশ্যে রওয়ানা দেন।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন