সুনামগঞ্জে আলোচিত তিনটি ধর্ষণ মামলার রায় ঘোষনা
- আপডেট সময় : ১১:১৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / ৭৯
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে বিগত কয়েক বছরের মধ্যে আলোচিত তিনটি ধর্ষণ মামলার রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩নভেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এই রায় দেন।আদালতের দেয়া তথ্যনুযায়ী, ২০১২ সালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় এক কলেজ ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে গণধর্ষণ করে, এ ঘটনায় আসামি আনোয়ার হোসেন খোকন, শফি উল্লাহ, ছাইদুর রহমান ও শফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা।
অপর ঘটনায় ২০২১ সালে সিলেট থেকে সুনামগঞ্জের দিরাইয়ে আসার পথে চলন্ত বাসে এক স্কুল পড়ুয়া ছাত্রীকে ধর্ষণচেষ্টা চালানো হয় পরে মেয়েটি আত্মসম্মান রক্ষায় বাস থেকে লাফ দিলে আহত হয়, এঘটনায় বাস চালক শহিদ মিয়াকে ৫ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা।
অন্যদিকে ২০১২ সালে ছাতকে এক কিশোরীকে তার বসত বাড়ি থেকে তুলে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। এঘটনায় আসামি ইকবাল হোসেনকে ধর্ষনের দায়ে সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা এবং মেয়েটিকে অপহরণের দায়ে ইকবাল হোসেন ও জয়নাল আবেদীনকে ১৪ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।
নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি নান্টু রায় বলেন, এই তিনটি ধর্ষণের ঘটনা সুনামগঞ্জে আলোচিত ও চাঞ্চল্যকর ছিল, এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আমরা এই রায়ে সন্তুষ্ট।