পীরগঞ্জে বীর নিবাসের উদ্বোধন
- আপডেট সময় : ০৯:৩২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬৬
ঠাকুরগাঁও প্রতিনিধি:
সারা দেশের ন্যায় ঠাকুরগাওয়ের পীরগঞ্জেও ১০ জন বীর মুক্তিযোদ্ধার হাতে বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় ওসমানি স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বীর নিবাসের আনুষ্ঠানিক উদ্বোধনের পর পরই উপজেলা প্রশাসন স্থানীয় মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ১০টি বীর নিবাসের চাবি তাদের হাতে হস্তান্তর করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার নজির, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার হাব্বিবুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল সহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।