গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় নছিমন চালক নিহত, আহত ১০
- আপডেট সময় : ০৬:৫৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬১
গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বিআরটিসি বাসের চাপায় নছিমন চালক রানা প্যাদা (৩০) নিহত ও অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল বাসষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রানা প্যাদা উপজেলার কটকস্থল গ্রামের সিরাজ প্যাদার পুত্র। গৌরনদী ফায়ার ষ্টোশনের সাব অফিসার আখতার উদ্দিন জানান, ঢাকা থেকে বরিশাল গামী যাত্রীবাহী বিআরটিসি বাস কটকস্থল বাসষ্ট্যান্ড আরিফ ফিলিং ষ্টোশনের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরিত দিক থেকে আসা নছিমনকে চাপা দিয়ে মহাসড়কের পাশে খাদে পরে। এতে নছিমনসহ চালক রানা প্যাদা বাসের নিচে চাপা পরেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের অংশ বিশেষ কেটে রানা প্যাদার লাশ উদ্ধার করেন। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দূর্ঘটনা কবলিত বাস ও নছিমন জব্দ করেছে।