খুলনায় জার্মান কো-অপারেশন প্রতিনিধি দলের জলবায়ু পরিবর্তনে বিভিন্ন প্রকল্প পরিদর্শন
- আপডেট সময় : ০৭:৩০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
- / ৮০
খুলনা প্রতিনিধি:
জার্মান কো-অপারেশনের একটি প্রতিনিধি দল গতকাল জলবায়ু পরিদর্শনে খুলনায় আসেন।এ সময়ে প্রতিনিধি দলটি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ও জলবায়ু অভিবাসীদের জীবনমান উন্নয়নে জার্মান সরকারের অর্থায়নে এবং জিআইজেড বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত, আরবান ম্যানেজমেন্ট অফ ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ (ইউএমআইএমসিসি) আরবান ম্যানেজমেন্ট অফ মাইগ্রেশন এন্ড লাইভলিহুড (ইউএমএমএল) প্রকল্পের, বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে কমিউনিটির জনসাধারণ, গ্রীনল্যান্ড বি-ব্লকের মহিলাদের সাথে এক মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন।
পরবর্তীতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বর্তমান জলবায়ুর প্রভাব ও প্রতিবন্ধকতা এবং করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন, ডঃ জুলিয়াস স্প্ধসঢ়;যাটজ, ডিরেক্টর অব ডিভিশন এশিয়া-২, জিআইজেড হেডকোয়ার্টার , জিআইজেড বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, ডঃ আন্দ্রেয়াস কুক, কান্ট্রি ডিরেক্টর, ইয়েন ইটার, ডঃ ডানা ডেলা ফন্টেইন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, ডঃ ষ্টিফেন, আলেকজান্ডার বেটস, ইয়োনা হেলমস, মাইকেল সামসির, ডিরেক্টর, কেএফডব্লিউ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কণিকা সাহা, খুলনা সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন (সচিব) মোঃ আজমুল হক, মোহাম্মদ আব্দুল আজিজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী, আবির-উল-জব্বার, চিফ প্ল্যানিং অফিসার রেজবিনা খানম আকিটেক্ট, সহকারী প্রকৌশলী নিশাত তাসনিম, প্রকৌশলী নিশাত, খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আয়নাল হক, আশরাফুল ইসলাম সিনিয়র কোঅর্ডিনেটর, জিআইজেড বাংলাদেশ, আতিয়ার রহমান, অ্যাডভাইজার জিআইজেড বাংলাদেশ, এবং কারিতাস ও ব্র্যাকের প্রতিনিধি বৃন্দরা।