মন্দিরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৬:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬৪
লক্ষ্মীপুর প্রতিনিধি:
সম্প্রতি ঠাকুরগাঁও’র বালিয়াডাঙ্গিয় মন্দিরে হামলা ও দেব দেবীর বিগ্রহ ভাংচুরের প্রতিবাদে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার, ১১ ফের্রুয়ারী বিকালে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে লক্ষ্মীপুর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা পরিষদের যৌথ উদ্দ্যোগে এই কর্মসূচী পালন করে। মানববন্ধনটি ৪টায় শুরু হয়ে ৫ টায় শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জহর লাল ভৌমিক,
অ্যাডভোকেট রতন লাল ভৌমিক, অ্যাডভোকেট শৈবাল সাহা, অ্যাডভোকেট মিলন মন্ডল, গৌতম মজুমদার, সমির কর্মকার, অপূর্ব সাহা, রাজ বিজয় চক্রবর্তী, জুটন করী, ভানু নাগ প্রমুখ। এসময় বক্তারা বলেন, সম্প্রতি দুষ্কৃতিকারীরা শুধু মন্দিরে হামলা করেনি তারা পিরোজপুর মঠবাড়িয়ায় মাতুয়া সম্মেলনেও হামলা করেছে এবং কি বিভিন্ন জায়গায় সংখ্যালগুদের হুমকি দিচ্ছে। এভাবে চলতে পারেনা। অভিলম্বে এইসব দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি না দিলে সামনে লাগাতার কর্মসূচী দেওয়া হবে বলেন বক্তারা। এর আগে একটি বিক্ষোভ মিছিল জেলা শহর পদক্ষিন করে।