মতলব উত্তরে এইচএসসিতে পাশের হার ৯৫.৩১ শতাংশ
- আপডেট সময় : ০৯:০১:২২ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬৪
মমিনুল ইসলাম:
মতলব উত্তর উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষায় বিগত পরীক্ষার ফলাফলকে পিছনে ফেলে এবার সেরা সাফল্যে অর্জন করেছে। এইচএসসিতে পাশের হারে দেখিয়েছে চমক। এবার পরীক্ষায় এইচএসসিতে পরীক্ষা দিয়েছে ১হাজার ২ শ’ ৮১ জন, পাশ করেছে ১ হাজার ২শ’ ২১ জন, পাশের হার ৯৫.৩১%, জিপিএ-৫ পেয়েছে ১০১ জন। আলিম পরীক্ষা দিয়েছে ১৫৯ জন, পাশ করেছে ১১৯ জন ও পাশের হার ৭৪.৮৪% জন, জিপিএ-৫ পেয়েছে ৪ জন ।
এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে ছেংগারচর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মোট ৩৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৩৫৮জন ও পাশের হার ১০০%, জিপিএ-৫ পেয়েছে ৪০ জন। নাউরী কলেজ থেকে মোট ১৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১৮৩ জন ও পাশের হার ৯৭.৩৪%, জিপিএ-৫ পেয়েছে ১২ জন। সুজাতপুর কলেজ থেকে মোট ৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৭৯ জন, পাশের হার ৯৭.৭৫% ও জিপিএ-৫ পেয়েছে ৬ জন। শরীফ উল্যাহ হাই স্কুল এন্ড কলেজ মোট ৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৩৩জন ও পাশের হার ৯৭.০৮%, জিপিএ-৫ পেয়েছে ২ জন। আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় থেকে মোট ১০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৯৮জন ও পাশের হার ৯৮.০০%, জিপিএ-৫ পেয়েছে ১ জন। মুন্সী আজিম উদ্দিন ডিগ্রী কলেজ থেকে মোট ১০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৬৯ জন ও পাশের হার ৬৯.০০%। কালিপুর হাইস্কুল এন্ড কলেজ থেকে মোট ৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৭৯জন ও পাশের হার ৯১.৮৬%, জিপিএ-৫ পেয়েছে ৪ জন। নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজ থেকে মোট ১৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১৮৬ জন ও পাশের হার ৯২.৭৮%, জিপিএ-৫ পেয়েছে ২২ জন। লুধুয়া হাই স্কুল এন্ড কলেজ থেকে মোট ৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৭৩জন ও পাশের হার ৯৬.০৫%, জিপিএ-৫ পেয়েছে ৬ জন। জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজ থেকে মোট ৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৭ জন ও পাশের হার ১০০%, জিপিএ-৫ পেয়েছে ২ জন। ধনাগোদা তালতলী হাইস্কুল এন্ড কলেজের থেকে মোট ৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৩৫জন ও পাশের হার ৯৭.২২%, জিপিএ-৫ পেয়েছে ৫ জন। দি কার্টার একাডেমি থেকে মোট ২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ২১জন ও পাশের হার ১০০%, জিপিএ-৫ পেয়েছে ১জন।
আলিম পরীক্ষায় ফরাজীকান্দি আল ওয়াসিয়ে কামিল মাদ্রাসা থেকে মোট ২১ জন অংশগ্রহণ করে পাশ করেছে ১৬ জন ও পাশের হার ৭৬%। নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসা থেকে মোট ৩০ জন অংশগ্রহণ করে পাশ করেছে ২৩ জন ও পাশের হার ৭৬%, জিপিএ-৫ পেয়েছে ২জন।। হাশিমপুর আলীম মাদ্রাসা থেকে মোট ১৮ জন অংশগ্রহণ করে পাশ করেছে ৯ জন ও পাশের হার ৫০%। বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট ৩০ জন অংশগ্রহণ করে পাশ করেছে ২৮ জন ও পাশের হার ৯৩%, জিপিএ-৫ পেয়েছে ১ জন। সাড়ে পাঁচআনী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট ৪১ জন অংশগ্রহণ করে পাশ করেছে ৩১জন ও পাশের হার ৭৫%, জিপিএ-৫ পেয়েছে ১জন। লবাইরকান্দি আলআমিন আলীম মাদ্রাসা থেকে মোট ১৯ জন অংশগ্রহণ করে পাশ করেছে ১২ জন ও পাশের হার ৬৩%।