আন্তরিকতার সাথে আপনাদের দায়িত্ব পালন করতে হবে : মুহাম্মদ গিয়াসউদ্দিন
- আপডেট সময় : ০৬:৪৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬৭
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, যারা দায়িত্ব পেলেন কখনো আপনারা মনে করবেন না আপনারাই এই থানা এলাকার সর্বোচ্চ বিএনপি নেতা। আপনাদের থেকে অনেক যোগ্য ও ত্যাগী নেতা এ থানায় আছে। এখানে গর্ব ও অহংকার করার কোনো কিছু নাই। সুতরাং আন্তরিকতার সাথে আপনাদের দায়িত্ব পালন করতে হবে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে সিদ্বিরগঞ্জ থানা বিএনপির নব-গঠিত নেতাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। সিদ্বিরগঞ্জ বাজারস্থ মুক্তিয়োদ্ধা নিবাসে সকাল ১১টায় সিদ্বিরগঞ্জ থানা বিএনপির নব-গঠিত কমিটির নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
এসময় নব-গঠিত কমিটির আহবায়ক মাজেদুল ইসলাম ও সদস্য সচিব ইকবাল হোসেনের নেতৃত্বে মুহাম্মদ গিয়াসউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানায় নেতাকর্মীরা।
তিনি আরও বলেন, অতি দ্রুত সময়ে সম্মেলন করে ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। আমরা কাউন্সিলরের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচিত করবো। পকেট কমিটি হবে না। কাউন্সিলর নেতা নির্বাচিত করবে। এভাবে হলে কর্মী মূল্যায়ন পাবে দল ও শক্তিশালী হবে। সিলেকসন করা দিয়ে দল চালাবেন না এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইলো। যার যার যোগ্যতা অনুযায়ী আসবে,এ পদ আপনারা খুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, যুগ্ম-আহ্বায়ক ডি, এইচ,বাবুল, আকবর হোসেন, আনিস সিকদার, আবুল হোসেন, দিদারুল আলম, সদস্য এম, এ, হালিম জুয়েল, এস, এম, আসলাম, নুর হোসেন মোল্লা, মোস্তফা কামাল, এ,কে,এম সামসুল হক, নুরুন্নাহার, শ্যামল আনোয়ার, মীর আলমগীর, মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন, জি,এম, সাদরিল, সেলিম মাহমুদ, কাশেম মেম্বার, মোশারফ হোসেন, জিল্লুর রহমান, জামালউদ্দিন প্রধানসহ আরো অনেকে।