গজারিয়ায় আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ৭০
মো রাসেল সরকার গজারিয়া:
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা আসন্ন সম্মেলন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গজারিয়া উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সা:স ম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো. মহসিন চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আবু তালেব ভূঁইয়ার সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. হাফিজুর রহমান খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা আওয়ামী লীগ এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বীর প্রতীক, জেলা যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহজাহান খাঁন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুনসুর আহম্মেদ খাঁন জিন্নাহ, বাউশিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান প্রধান,ইমামপুর ইউপি চেয়ারম্যান মো. হাফিজুজ্জামান খাঁন জিতু,টেংগারচর ইউপি চেয়ারম্যান মো:কামরুল হাসান ফরাজী,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ ফরাজী, উপজেলা কৃষক লীগের সভাপতি মোশারফ হোসেন মিন্টু,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিনু আক্তার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাবেক সভাপতি হাজী মোজাম্মেল হক, উপজেলা শ্রমিক লীগ এর সভাপতি আনোয়ার হোসেন ,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো:হাবিবুর রহমান হাবিবসহ উপজেলা আওয়ামী লীগ,সকল ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি/সা:সম্পাদক ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। প্রস্তুতি সভায় ১৮ফেব্রুয়ারী উপজেলা আওয়ামী লীগের ৮ম ত্রি বার্ষিকী সম্মেলন সফল ও স্বার্থক করার জন্য কাউন্সিলর, ডেলিগেট ও বিভিন্ন উপ কমিটি চুড়ান্ত করণ বিষয়ক আলোচনা করা হয়।