গৌরনদীতে সুদের টাকার জন্য মারধর, অপমানে মাহেন্দ্রা চালকের আত্মহত্যা
- আপডেট সময় : ০৬:০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ৭১
মা. মাসুদ সরদার গৌরনদী:
গৌরনদীতে সুদের টাকার জন্য মারধরের অপমান সইতে না পেরে জসিম ঘরামী নামের একজন মাহেন্দ্রা চালক বিষপানে আত্মহত্যা করেছেন। জসিম গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কমলাপুর গ্রামের মৃত ইসহাক ঘরামীর ছেলে।
জসিমের স্ত্রী সাংবাদিকদের কাছে করে জানান, গত তিন মাস পূর্বে একই গ্রামের মৃত ছাদের হাওলাদারের স্ত্রী সাজেদা বেগমের কাছ থেকে ৬০ হাজার টাকা সুদে নেন জসীম। গত ২৩ জানুয়ারি বার্থী বাজারে আসলে সুদের টাকা না দিতে পারায় জসীমকে অপমান এবং ব্যপক মারধর করে সুদি মহাজন সাজেদা বেগমের ভাইয়ের ছেলে বার্থী বাজারের মুদি ব্যবসায়ী শাহ আলম খান। ওই দিনই তিনি অপমান সহ্য না করতে পেরে কিটনাশক পান করলে প্রথমে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১৪ দিন পর চিকিৎসারত অবস্থায় আজ ৬ই ফেব্রুয়ারী ভোর রাতে মারা যায় জসীম।
এ বিষয়ে অভিযুক্ত বার্থী বাজারের মুদি ব্যবসায়ী শাহ আলম খান মারধরের কথা স্বীকার না করলেও জসীসকে অপমানের কথা স্বীকার করেন তিনি।
গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন জানান, বিষয়টি নিয়ে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।