ভাতিজার অভিযোগে বন্ধ হলো চাচার অনিয়মের বাড়ী নির্মাণ
- আপডেট সময় : ০৯:৫৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬৭
বিভাগীয় ব্যুরো:
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ম না মেনে জোর করে বাড়ি নির্মাণ করছেন হারুনার রশিদ (৪৫)। বাঁধার কারণ হয়ে দাঁড়ান ভাতিজা মোঃ লালচাঁন (২৯)। লালচাঁনের অভিযোগ, জমি বুঝিয়ে না দিয়ে জোরপূর্বক রাস্তা দখল করে চাচা হারুনার রশিদ বাড়ী নির্মাণ করছেন। ভাতিজা জমি বুঝে চাইতে গেলে চাচা অকথ্য ভাষায় গালাগালি, হুমকি ধামকিসহ মারমুখী হয়ে তেড়ে আসে। এমন ঘটনায় লালচাঁন থানায় অভিযোগ করলে থানাপুলিশ এসে অনিয়মে বাড়ী নির্মাণের কাজ বন্ধ করেন।
রবিবার (৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮টায় কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম কলোনী ঠাকুর মারা এলাকায় এমন ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই এলাকার মোঃ জালাল উদ্দীনের ছেলে মোঃ লালচাঁন। অভিযুক্তরা হলেন ভুক্তভোগীর চাচা মৃত মজিবর রহমানের ছেলে মোঃ হারুনার রশিদ এবং হারুনার রশিদের ছেলে মোঃ আল আমিন (২০) ও মোঃ সোহান (১৮)।
স্থানীয় সূত্র জানায়, হারুনার রশিদ রাস্তা রাখার ৩ ফিট জায়গা না রেখে পানি পড়নের জায়গাও দখল করে বাড়ী নির্মাণ করছিলেন। ভাতিজা লালচাঁন ও তাঁর পরিবার তাদের কাছে গেলে তাঁরা মারমুখী হয়ে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এক পর্যায়ে চাচা ও চাচাতো ভাইদের আচরণে লালচাঁন স্বাক্ষীসহ থানায় যেতে বাধ্য হয়। এছাড়াও এ বিষয়ে স্থানীয় স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম জানতে পেরে বাড়ীর এক পার্শ্বের কাজ বন্ধ রাখতে বলেছেন।
ভাতিজা লালচাঁন বলেন, চাচা যে বাড়ী তৈরি করেছেন সেই বাড়ীর মধ্যে আমাদের জমির অংশ পড়েছে। এই নিয়ে মীমাংসা না করে তাঁরা এখন রাস্তার জায়গা দখল করতে শুরু করেছে। যেখানে পানি পড়নেরও জায়গা থাকছে না। পরে, বাধ্য হয়ে থানায় গিয়েছি। থানা পুলিশ এসে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। সঠিকভাবে পরিমাপ হলে বাড়ীর প্রায় সব পার্শ্বেই ভেঙে নতুন করে গড়তে হবে। অন্যদিকে চাচা হারুনার রশিদ জানায়, আরডিএ প্ল্যানের জন্য আবেদন করেছেন। এখনো অনুমতি পাননি।
স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম জানান, পারিবারিক বিষয় হওয়ায় তাদের উভয়কে মীমাংসার কথা বলা হয়েছে। অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য তাদের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। তারপরও মীমাংসা না করে ও নিষেধ অমান্য করে হারুনার রশিদ তার নির্মান কাজ করছেন।
অভিযোগের ভিত্তিতে নগরীর কাশিডাঙ্গা থানা পুলিশের কর্মকর্তা মোস্তারী ও সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা ১টায় লালচাঁনের বাড়ী গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন। সেই সাথে মীমাংসার জন্য চাচা ও ভাতিজাকে থানায় ডাকেন।