সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৯:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ৭২
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে চৌধুরীবাড়ি নীট কনসার্ন গার্মেন্টের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক। নিহতের নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয় নি।
পুলিশসূত্রে জানা যায়, আজ বিকেলের দিকে নীট কনসার্নের পাশে ভারসাম্যহীন এক যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তাৎক্ষণিক পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।