আগৈলঝাড়া সমিতির বার্ষিক বনভোজন অনুিষ্ঠত
- আপডেট সময় : ০৪:৫৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ৫৫
গৌরনদী প্রতিনিধি:
গৌরনদী আগৈলঝাড়া সমিতির বার্ষিক বনভোজন (ঈদ, পূজা, বড়দিন, পূর্ণ মিলনী) অনুিষ্ঠত হয়েছে। নারায়নগঞ্জের মদনপুর নানাখীর সামারা ভিলেজে শুক্রবার অনুষ্ঠানে সমিতির সভাপতি মাসিক বরিশাল পরিক্রমার সম্পাদক সৈয়দ জিয়াউর রহমান নবু‘র সভাপতিত্বে করেন আলোচনা সভায় অতিথি ছিলেন, যুব লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মোঃ আতাউর রহমান, সাবেক যুুগ্ম সচিব ও ক্রান্তি এসোসিয়েটের ডেপুটি ম্যানেজিং ডাইরক্টর আনোয়ারা শারমিন, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক রিসালত সিদ্দিকী (আলভী), হাইকেয়ার কার্গোর ব্যবস্থাপনা পরিচালক ও লেখক ও প্রকাশক মোঃ হুমায়ুন কবীর, উপ পরিচালক পিডিবি এস এম এরশাদ, বরিশাল পরিক্রমার প্রকাশক ডা. কাজী শিউলী, অ্যাডভোকেট রনজিৎ কুমার সমাদ্দার, মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম. জামাল উদ্দিন। বক্তব্য রাখেন বনভোজন উদযাপন উপ-কমিটির আহবায়ক কাজী সালাহউদ্দিন আহাম্মদ (প্রিন্স) লক্ষী কান্ত কর্মকার, সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান তালুকাদার, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিন্টু কুমার মন্ডল।
শেষে অনুষ্ঠানে খেলাধুলা ও র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণ করা হয়।