সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল
- আপডেট সময় : ০৬:৪৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / ৯৯
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে থানা ছাত্রদল। মঙ্গলবার (১ নভেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ এবং মশাল মিছিল বের করা। সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক একে হিরার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে সিদ্ধিরগঞ্জ পুলে এসে শেষ হয়।
এসময়ে সিদ্ধিরগঞ্জ ছাত্রদলের নেতা-কর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং মামলা প্রত্যাহারের দাবি জানান। এছাড়া কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতেও শ্লোগান দেন তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নাসিক ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাধারন সম্পাদক মেহেদি হাসান মৃদুল, সাংগঠনিক সম্পাদক রাহাত শেখ, সহ-সভাপতি রিফাত, থানা ছাত্রদল নেতা ইকবাল, হৃদয়, সাকিল, ইমতিয়াজ, আসিফ আরিয়ান, ইয়াসিন মির্জা, রাকিব, ইসরাফিল, তানভীর, শাকিল, ফয়সাল প্রমূখ।