বরিশালে ব্যবসায়ীর বাড়িতে চুরি
- আপডেট সময় : ০৯:৩৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
- / ৬৭
নিজস্ব প্রতিবেদক:
বরিশাল নগরীর লাদেন সড়কে ঢাকার এক ব্যবসায়ী বাড়িতে গভীর রাতে সিঁড়ির উপরে গ্রিল ভেঙ্গে দুর্বৃত্তরা চুরি করেছেন। ব্যবসায়ীর বাড়িতে কেয়ারটেকার ও লোকজন না থাকার কারণে পরপর দুই দিন দুর্বৃত্তরা চুরি করেছেন বলে জানা গেছে।
ব্যবসায়ী সেলিনা বেগমের বাড়ির নিচতলার মার্কেটের সাউন্ড সিস্টেম ব্যবসায়ীর দোকান চুরি হয়ে যায়। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ফিরোজ হাওলাদার তিনি সাংবাদিকদের বলেন আমি এখানে ব্যবসা করি প্রায় তিন থেকে চার বছর কিন্তু এখন পর্যন্ত আমার ব্যবসা প্রতিষ্ঠানে কোন ক্ষয়ক্ষতি হয়নি হঠাৎ করে গত ২৯ জানুয়ারি দিবাগত রাত্রে গ্রিল ভেঙে আমার দোকানের মালামাল ও আসবাবপত্র সাউন্ড সিস্টেমের দুটি মেশিন দুটি পাওয়ার মেশিন দুটি ড্রিল মেশিন একটি গ্রেন্ডিং মেশিন এলইডি লাইট ৬০ পিস চিকজেল ৪০ সেট তার ৫০ কয়েল আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী আমার প্রায় দুই থেকে তিন লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে আমার এখন পথে বসা ছাড়া কোন উপায় নেই।
ব্যবসায়ী সেলিনা বেগম তিনি প্রতিদিনের নিউজকে জানান, আমার বরিশাল লাদেন সড়কের বাড়ি ২৮ নং ওয়ার্ডের ২৯/৯২ বাড়ির ভাড়াটিয়া ব্যবসায়ী ফিরোজ মিয়া সাউন্ড সিস্টেমের মালামাল চুরি হয়ে গেছে। পরের দিন আমার গ্যারেজে থাকা পানি লাইনের পাম্প ও ম্যানহোলের লোহার ঢাকনা দুইটি চুরি হয়ে যায়। আমি ঢাকা থেকে গিয়ে যে রুমে থাকি সেই রুমের তালা হ্যাসবল ভেঙ আমার রুমের মালামাল আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়ে যায়।
এ বিষয় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি কামনা করছেন। এলাকার সাধারণ মানুষ আরো জানায় এই চুরির ঘটনা প্রায় ঘটে থাকে কারণ এলাকায় অনেক মাদকের ছড়াছড়ির কারণে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এবং দিন দিন চুরির সংখ্যা বেড়ে চলছে।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, চুরির বিষয় অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।