খুলনায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা
- আপডেট সময় : ০৯:১৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
- / ৫৬
খুলনা সংবাদদাতা
৫১’তম আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার গোলাপ অঞ্চল (খুলনা ও বরিশাল) এর খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ (মঙ্গলবার) বিকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ফ.ম. বাহরুল আলম।
প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন সবসময় ছিলো এবং থাকবে। কারণ খেলাধুলা মনকে প্রফুল্ল রাখে। সুস্থতার জন্য শিক্ষার্থীদের খেলাধুলা করা উচিৎ। সরকার খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে আসছে। তিনি বলেন, সকল শিক্ষার্থীদের মাঠে নিয়ে আসতে হবে। এজন্য বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকদের অগ্রণী ভূমিকা নিতে হবে।
খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের উপপরিচালক মো. রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. রফিকুল ইসলাম খান। পরে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।