বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবী, তিনজনকে পিটিয়ে আহত
- আপডেট সময় : ০৬:০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
- / ৬২
গৌরনদী প্রতিনিধি:
বালু ব্যবসায়ীর কাছ থেকে দাবীকৃত চাঁদার টাকা না পাওয়ায় তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে চাঁদাবাজদের বিরুদ্ধে। আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, বাবুগঞ্জ উপজেলার আগরপুরের ব্রাম্মনদিয়া গ্রামের বালু ব্যবসায়ী রুবেল বেপারী, তার চাচাতো ভাই মজিবর বেপারী ও ড্রেজার শ্রমিক সোহেল বেপারী।
হাসপাতালে চিকিৎসাধীন আহত রুবেল বেপারী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত এলাকায় তিনি ড্রেজার দিয়ে বৈধভাবে বালুর ব্যবসা করে আসছেন। বালু ব্যবসার করতে হলে অতি সম্প্রতি তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবী করে একই এলাকার জাতীয় পার্টির নেতা রাব্বি ও তার সহযোগীরা। রুবেল অভিযোগ করে আরও বলেন, চাঁদা দিতে অস্বীকার করায় তার (রুবেল) বালুর ড্রেজার বন্ধ করে দেয় রাব্বি। এনিয়ে মঙ্গলবার সকালে আগরপুর বাজারে বসে কথা কাটাকাটির একপর্যায়ে তার উপর হামলা চায় রাব্বি ও তার সহযোগী মনির হাওলাদার, হাসান, রফিকসহ অন্যান্যরা। হামলায় তিনিসহ আরও দুইজন আহত হয়।
আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঞ্জিত চন্দ্র শীল জানান, এ ঘটনায় রুবেল বেপারী নামের এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।