চিরিরবন্দরে সাথী ফসলে লাভবান কৃষকরা
- আপডেট সময় : ০৫:২৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
- / ৫৩
দিনাজপুর সংবাদদাতা:
দিনাজপুর চিরিরবন্দরে সাথী ফসলের চাষ ব্যাপক বাড়ছে। বর্তমানে সাথী ফসলসহ দুই বা তারও বেশি ধরনের ফসল চাষ করা হচ্ছে উপজেলার ইছামতি, আত্রাই ও বেলান নদীর আশেপাশে। মূলত কৃষি ও মৎস্য আহরণই এ উপজেলার মানুষের প্রধান আয়ের উৎস। এখানে কৃষকরা আগে ফসলি জমিতে শুধু ধান চাষ করতেন। এতে খুব একটা লাভ হতো না তাদের। এখন তারা জমিতে চাষ করছেন সাথী ফসল। সফলতাও পাচ্ছেন। ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে একই সঙ্গে একাধিক ফসল চাষ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কৃষি খাতকে উন্নয়নমুখী ও লাভজনক করতে চিরিরবন্দরের জমিকে দুই ফসল করার চেষ্টা চলছে। তারই ধারাবাহিকতা এই সাথী ফসল চাষ। সাথী ফসল হিসেবে প্রাধান্য পাচ্ছে সবজি।
উপজেলার ফতেজংপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের কৃষক আইয়ুব আলী এ বছর সাথী ফসল হিসেবে আলুর সঙ্গে ভুট্টা চাষ করেছেন। এ বছর তিনি প্রায় ৫০ শতাংশ জমিতে সাথী ফসল চাষ করেছেন বলে জানান।
সাতনালা ইউনিয়নের কৃষক হাবিবুর রহমান এক একর জমিতে আলুর সঙ্গে চাষ করেছেন ধনিয়া, লাল শাক ও মরিচ। এসব সবজির পাশাপাশি একই জমিতে চাষ করেছেন পুঁইসহ দুই ধরনের শাক। পরপর একাধিক ফসল চাষ করে তারা লাভবানও হয়েছেন । তবে এ ক্ষেত্রে পরিবারের লোকজনকে শ্রম দিতে হয় বেশি।
চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা(কৃষিবিদ) জোহরা সুলতানা বলেন, উপজেলার ফসলি জমিকে দুই ফসলি করার জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তা ছাড়া সাথী ফসল চাষাবাদের প্রতি কৃষকদের আগ্রহও অনেক। সাথী ফসলে বাড়তি খরচ খুব একটা নেই বলে লাভবান হচ্ছেন কৃষকরা।