রাত পোহালেই লালমনিরহাটে শুন্যপদে উপ-নির্বাচন
- আপডেট সময় : ০২:১৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ৭৭
লালমনিরহাট সংবাদদাতা
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে (২ নভেম্বর) বুধবার। আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে ইভিএমে। এতে চেয়ারম্যান পদে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
ইতিমধ্যে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। রড়বাড়ি ইউনিয়নে ১০টি কেন্দ্রে ভোট গ্রহনের জন্য ২২০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়ে কেন্দ্রে পাঠানো হয়েছে। ইভিএমে ভোট গ্রহণের জন্য ভোটারদের দুই দিনব্যাপী মগ ভোটিং কার্যক্রম চালানো হয়েছে।
বড়বাড়ি ইউনিয়নে পুরুষ ও মহিলাসহ মোট ভোটার রয়েছেন ২১ হাজার ৮২২ জন। গত ১১ আগস্ট ইউনিয়নটির চেয়ারম্যান হাবিবুর রহমান হবির মৃত্যুতে চেয়ারম্যান আসন শূন্য ঘোষণা করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান বলেন, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচন সামগ্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পৌছেছেন। সুষ্ঠু ভোট গ্রহণ করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।