না’গঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ছয় ভুয়া ডিবি আটক
- আপডেট সময় : ০৬:১৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
- / ৬৬
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে ডাকাতি প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডিবি লেখা জ্যাকেট,পুরোনো ওয়াকিটকি, খেলনা পিস্তল ও কাঠের ওয়াকিটকি পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারিকুল ইসলাম।
আটককৃতরা হলো, খলিলুর রহমান মৃধা, জামাল আকন, আবু সালে হাওলাদার, বিল্লাল, আবু হানিফ, মো: ইউসুফ প্রমুখ।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গত সোমবার রাত সাড়ে সাতটার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি গাড়ির নম্বর প্লেট, দুটি শ্যাওলা কালারের ডিবি লেখা জ্যাকেট, দুই জোড়া স্টিলের হ্যান্ডকাপ, একটি পুরাতন অকেজো ওয়াকিটকি, একটি কালো রংয়ের খেলনা পিস্তল, একটি কাঠের ওয়াকিটকি, একটি আর্মি পোষাকের সদৃশ্য কটি জ্যাকেট, দুটি লোহা/স্টিলের