রাজশাহীতে বুরো জিরা ধান রোপণ শুরু
- আপডেট সময় : ০৫:৩৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
- / ৭৪
রাজশাহী ব্যুরো:
রাজশাহী জেলার তানোর উপজেলায় শীব নদীতে বুরো জিরা ধান রোপণ শুরু হয়েছে। সরে জমিনে মাঠে গিয়ে দেখা গেছে যে ভোর থেকে কনকনে ঠান্ডা উপেক্ষা করে কৃষক গণ ও শ্রমিকরা সারি বদ্ধ ভাবে জিরা ধান লাগানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। শ্রমিক দের সাথে কথা বলে জানা গেছে যে তারা ভোর থেকেই শীত উপেক্ষা করে বীজ তলার বীজ তোলার কাজ শুরু করেন এবং বীজ রোপন করা শেষ হয় বারোটা থেকে একটার মধ্যে। এই সময়ে শ্রমিক দের শ্রমের মূল্য জন প্রতি ৪০০ ( চারশত ) টাকা।
দেখা যায় যে শীতের হাড় কাঁপনো ঠান্ডা উপেক্ষা করে এক দল আদিবাসী শ্রমিক অনেক আনন্দ করে ধান লাগানোর কাজ করছেন। তাঁরা কাজ করতে করকে তাঁদের ভাষায় অনেক আনন্দ করছিলেন। তাঁদের ছবি তুলতে গিয়ে দেখা যায় তাঁরা অনেক আগ্রহের সাথে ছবি তুলতে বলেন। আমি যখন তাঁদের বললাম যে আপনাদের ছবি নিউজ করে দিব তখন তারা অনেক খুশি হয়েছিল এবং খবরে দিতে বললেন অনেক আগ্রহের সহিত। তাঁদের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার রায়তান আকচা গ্রামে।
পুরো মাঠ ঘুরে দেখা গেছে যে এবার জিরা ধানের বীজের একটু সংকট চলছে। বীজের দাম কিছুটা বেশি। প্রচন্ড শীতে ধানের বীজ তলার বীজ কিছু নষ্ট হয়ে গেছে। যার জন্য বীজের সংকট দেখা দিয়েছে এবং তার সাথে বীজের দাম কিছুটা বেশি চলছে।
আরো দেখা যায় যে কৃষক গণ তাঁদের জমিতে অনেক ব্যস্ত সময় পার করছেন জিরা ধান রোপণ করার জন্য। কৃষক গন আশা করেন যে কৃষি পণ্যের দাম যেন কম থাকে। তাঁদের কষ্টের ধানের ফসল যেন ভালো হয় ও সুষ্ঠুভাবে শেষ পর্যন্ত যেন সোনার জিরা ধান তারা ঘরে তুলতে পারেন। এই কামনা করেন তানোরের পরিশ্রমি কৃষক সমাজ।