০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫

আড়াইহাজারে কৃষকের ঘরে অগ্নী সংযোগের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৩৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
  • / ৬১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কৃষকের বসত ঘরে অগ্নী সংযোগ করা হয়েছে বলে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বৃহষ্পতিবার রাত অনুমান ১০টায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বাড়িটির ৭/৮ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবী করছেন ঘর মালিক মো. জিলানী। ঘটনার সময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন গৃহকর্তৃ রোজিনা বেগম (৩৫)।

ক্ষতিগ্রস্থ কৃষক মো. জিলানী সাংবাদিকদেরকে জানান, রাত ১০টার দিকে তিনি ঘরে শুয়ে থাকা অবস্থায় জানালা দিয়ে একটি আগুন ধরানো কুন্ড বিছানায় এসে পড়ে। টের পেয়ে তিনি জানালা দিয়ে তাকিয়ে দেখেন একই গ্রামের শাহাজাহানের ছেলে মোশারফ, আইছালীর ছেলে মতিন, মোস্তফার ছেলে শাহিন এবং আলমাছের ছেলে শাহিন তার জানালার কাছ থেকে দৌড়ে পালাচ্ছে। তার অভিযোগ, এলাকার বিভিন্ন বিষয়ে পূর্ব শত্রুতা থাকার কারণে তারাই তার ঘরে অগ্নি সংযোগ করেছে। এ ঘটনায় তার ঘরের ভিতরে থাকা নগদ ৫০ হাজার টাকা সহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়।

খাগকান্দা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য জুলহাস মেম্বার জানান, আমার মনে হচ্ছে এটি একটি নাশকতা মূলক ঘটনা। তিনি এ বিষয়ে আড়াইহাজারের প্রশাসনের প্রতি তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবী জানান।

এ ব্যাপারে অভিযুক্ত মতিন জানান, আমরা এ ঘটনার সাথে জড়িত নই। অগ্নীকান্ড কিভাবে ঘটেছে তা আমাদের জানা নেই। তিনি দাবি করেন, ক্ষতিগ্রস্থরা হিংসার বশবর্তী হয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ তুলেছে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

আড়াইহাজারে কৃষকের ঘরে অগ্নী সংযোগের অভিযোগ

আপডেট সময় : ০৭:৩৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কৃষকের বসত ঘরে অগ্নী সংযোগ করা হয়েছে বলে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বৃহষ্পতিবার রাত অনুমান ১০টায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বাড়িটির ৭/৮ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবী করছেন ঘর মালিক মো. জিলানী। ঘটনার সময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন গৃহকর্তৃ রোজিনা বেগম (৩৫)।

ক্ষতিগ্রস্থ কৃষক মো. জিলানী সাংবাদিকদেরকে জানান, রাত ১০টার দিকে তিনি ঘরে শুয়ে থাকা অবস্থায় জানালা দিয়ে একটি আগুন ধরানো কুন্ড বিছানায় এসে পড়ে। টের পেয়ে তিনি জানালা দিয়ে তাকিয়ে দেখেন একই গ্রামের শাহাজাহানের ছেলে মোশারফ, আইছালীর ছেলে মতিন, মোস্তফার ছেলে শাহিন এবং আলমাছের ছেলে শাহিন তার জানালার কাছ থেকে দৌড়ে পালাচ্ছে। তার অভিযোগ, এলাকার বিভিন্ন বিষয়ে পূর্ব শত্রুতা থাকার কারণে তারাই তার ঘরে অগ্নি সংযোগ করেছে। এ ঘটনায় তার ঘরের ভিতরে থাকা নগদ ৫০ হাজার টাকা সহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়।

খাগকান্দা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য জুলহাস মেম্বার জানান, আমার মনে হচ্ছে এটি একটি নাশকতা মূলক ঘটনা। তিনি এ বিষয়ে আড়াইহাজারের প্রশাসনের প্রতি তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবী জানান।

এ ব্যাপারে অভিযুক্ত মতিন জানান, আমরা এ ঘটনার সাথে জড়িত নই। অগ্নীকান্ড কিভাবে ঘটেছে তা আমাদের জানা নেই। তিনি দাবি করেন, ক্ষতিগ্রস্থরা হিংসার বশবর্তী হয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ তুলেছে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন