০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

রামগতি সীমান্তবর্তী মানুষের নিরাপত্তায় স্থায়ী পুলিশ ক্যাম্প দাবি

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:২০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
  • / ৫৪

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লক্ষীপুর সংবাদদাতা

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফকে খুব কাছে পেয়ে রামগতির সীমান্তবর্তী হাজারও মানুষ জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পের দাবি তুলছেন। তবে দস্যুদের ভয়ে স্থানীয় কেউ সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে রাজি হননি। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে রামগতির চরগাজী ইউনিয়নের অবস্থিত অস্থায়ী ‘টাংকী বাজার পুলিশ ক্যাম্প’ প্রাঙ্গণে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করতে আসলে স্থানীয় বাসিন্দারা নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের জোর দাবি তুলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চরগাজী ইউনিয়নের বয়ারচর টাংকি বাজার ও টাংকি মাছ ঘাট হচ্ছে রামগতির মধ্যেই। কিন্তু নোয়াখালীর হাতিয়ার মানুষ দাবি করছে টাংকি বাজার তাদের অধীনে। এ নিয়ে ২৫ বছর ধরে রামগতি ও হাতিয়ার সঙ্গে সীমানার জটিলতা নিয়ে অসংখ্যবার সংঘর্ষ হয়। বারবার সংঘর্ষে পুলিশ’সহ প্রায় ১৮ ব্যক্তি প্রাণ হারান। ২০০৩ সালে আ.স.ম আব্দুর রব নৌ-পরিবহন মন্ত্রী থাকাকালীন তেগাছিয়া মোহাম্মদীয়া পুলিশ ফাঁড়ি ও বয়ায়চর টাংকি বাজার অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করেন। ওই থেকে প্রাণ হানি কমলেও এখনো মাঝেমধ্যে বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে। এখনকার বাসিন্দাদের মাঝে এখন চাপা আতঙ্ক বিরাজ করছে। সুযোগ খুঁজে হাতিয়ার কিছু সংখ্যক হিংস্র মানুষ বয়ারচরে এসে হামলার চেষ্টা করে।

রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ জানান, তেগাছিয়া পুলিশ ফাঁড়ি ও টাংকি বাজার পুলিশ ফাঁড়ি হচ্ছে রামগতির এলাকায়। এখনকার বসবাসরত বাসিন্দারা শতভাগ ভোটার হচ্ছেন রামগতির। মানুষের দীর্ঘদিনের দাবি দুইটি পুলিশ ক্যাম্পকে, তদন্ত কেন্দ্রে রূপান্তরিত করার। তাহলে এখনকার মানুষ জন-নিরাপত্তা নিশ্চিত হবে। সেই সাথে শান্তিতে বসবাস করতে পারবে এখানকার হাজারও মানুষ।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের জানান, টাংকি বাজার নিয়ে হাতিয়ার সঙ্গে সীমানা জটিলতা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। টাংকি বাজার পুলিশ ক্যাম্প যেহেতু রামগতি থানার অধীনে। আমি দ্রুত সংশ্লিষ্ট ও উদ্বর্তন কর্মকর্তাদের কাছে চিঠি দিবো তদন্ত কেন্দ্র করার জন্য। এখনকার মানুষের নিরাপত্তার জন্য আমাদের পুলিশ সদস্যরা কঠোর পরিশ্রম করে যাচ্ছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

রামগতি সীমান্তবর্তী মানুষের নিরাপত্তায় স্থায়ী পুলিশ ক্যাম্প দাবি

আপডেট সময় : ০৬:২০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লক্ষীপুর সংবাদদাতা

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফকে খুব কাছে পেয়ে রামগতির সীমান্তবর্তী হাজারও মানুষ জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পের দাবি তুলছেন। তবে দস্যুদের ভয়ে স্থানীয় কেউ সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে রাজি হননি। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে রামগতির চরগাজী ইউনিয়নের অবস্থিত অস্থায়ী ‘টাংকী বাজার পুলিশ ক্যাম্প’ প্রাঙ্গণে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করতে আসলে স্থানীয় বাসিন্দারা নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের জোর দাবি তুলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চরগাজী ইউনিয়নের বয়ারচর টাংকি বাজার ও টাংকি মাছ ঘাট হচ্ছে রামগতির মধ্যেই। কিন্তু নোয়াখালীর হাতিয়ার মানুষ দাবি করছে টাংকি বাজার তাদের অধীনে। এ নিয়ে ২৫ বছর ধরে রামগতি ও হাতিয়ার সঙ্গে সীমানার জটিলতা নিয়ে অসংখ্যবার সংঘর্ষ হয়। বারবার সংঘর্ষে পুলিশ’সহ প্রায় ১৮ ব্যক্তি প্রাণ হারান। ২০০৩ সালে আ.স.ম আব্দুর রব নৌ-পরিবহন মন্ত্রী থাকাকালীন তেগাছিয়া মোহাম্মদীয়া পুলিশ ফাঁড়ি ও বয়ায়চর টাংকি বাজার অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করেন। ওই থেকে প্রাণ হানি কমলেও এখনো মাঝেমধ্যে বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে। এখনকার বাসিন্দাদের মাঝে এখন চাপা আতঙ্ক বিরাজ করছে। সুযোগ খুঁজে হাতিয়ার কিছু সংখ্যক হিংস্র মানুষ বয়ারচরে এসে হামলার চেষ্টা করে।

রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ জানান, তেগাছিয়া পুলিশ ফাঁড়ি ও টাংকি বাজার পুলিশ ফাঁড়ি হচ্ছে রামগতির এলাকায়। এখনকার বসবাসরত বাসিন্দারা শতভাগ ভোটার হচ্ছেন রামগতির। মানুষের দীর্ঘদিনের দাবি দুইটি পুলিশ ক্যাম্পকে, তদন্ত কেন্দ্রে রূপান্তরিত করার। তাহলে এখনকার মানুষ জন-নিরাপত্তা নিশ্চিত হবে। সেই সাথে শান্তিতে বসবাস করতে পারবে এখানকার হাজারও মানুষ।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের জানান, টাংকি বাজার নিয়ে হাতিয়ার সঙ্গে সীমানা জটিলতা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। টাংকি বাজার পুলিশ ক্যাম্প যেহেতু রামগতি থানার অধীনে। আমি দ্রুত সংশ্লিষ্ট ও উদ্বর্তন কর্মকর্তাদের কাছে চিঠি দিবো তদন্ত কেন্দ্র করার জন্য। এখনকার মানুষের নিরাপত্তার জন্য আমাদের পুলিশ সদস্যরা কঠোর পরিশ্রম করে যাচ্ছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন